(নোয়াখালী প্রতিনিধি -মোহাম্মদ শহিদ) মুজিববর্ষের সফলতা, দুর্যোগ দুর্যোগ প্রস্তুতি গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কবিরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান, সাংবাদিক জহিরুল হক জহির, এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অর্জুন ভৌমিক, সাংবাদিক মোহাম্মদ শহীদ। প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্য সহকারী মোঃ মাইন উদ্দিন প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনিরোধক বিভিন্ন আলোচনা করা হয়।