দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ শহীদুজ্জামান সরকার এমপি জনগণকে পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে বলেন, জনগণের বন্ধু হয়ে সেবা করার অঙ্গীকার করেন।

শনিবার (৯ মার্চ) নওগাঁর ধামইরহাট সরকারি এম.এম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় সংবর্ধিত অতিথি সর্বস্তরের নেতা-কর্মী এবং সাধারণ জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী বিভাগের মধ্যে আমাকে সর্বাধিক সাতবার আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করেন। সর্বস্তরের নেতা-কর্মীদের নিরলস প্রচেষ্টায় বিপুল ভোটে জয়লাভ করেছি। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে সকল শহীদ, জাতীয় চার নেতা, সকল বীর মুক্তিযোদ্ধাগণ এবং ধামইরহাট ও পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় যারা সংগ্রাম করেছেন সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনগণকে স্মার্ট নাগরিক হিসেবে তৈরী করতে হবে।এসময় তিনি বিএনপি-জামাতের অপরাজনীতি মোকাবিলা করতে সকলকে সজাগ থাকতে উদাত্ত আহ্বান জানান।

এর আগে ০৭ মার্চ প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার বীরগ্রাম সফরে এসে প্রথমে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। পরে পত্নীতলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সেসময় ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলদার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরে তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version