ঝালকাঠি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ।

বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

২০২৩ সালের ১৮ ডিসেম্বর ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলে প্রফেসর সুকদেব বাড়ৈ ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

তিনি ২০২১ সালের ২৮ নভেম্বর উপাধ্যক্ষ হিসেবে ঝালকাঠি সরকারি কলেজে যোগদান করেন। এর আগে সরকারি হাতেম আলী কলেজে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায়।

নতুন অধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ বলেন,মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে এ কলেজের দায়িত্ব দিয়েছেন তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। ঝালকাঠি সরকারি কলেজের যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে যা যা প্রয়োজন তাই করবো এরজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version