পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের বাস টার্মিনাল থেকে ১০৯ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এ ঘটনার সাথে জড়িত ছারোয়াল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার মাদক কারবারি ছারোয়াল হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল পূর্ব গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৪ মার্চ) গোপন সংবাদে গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযান দল ওই বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রি প্রস্তুতিতে ১০৯ বোতল ফেনসিডিলসহ ছারোয়াল হোসেনকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, ইতোপুর্বেও ছারোয়াল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে। তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।