পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধাগাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায় ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে মতিউর রহমান (৬৫) নামের এক সেনাবাহিনীর সাবেক এক সার্জেন্টকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ মার্চ) এ আদালত পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম।দণ্ডিত মতিউর রহমান উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ ধনিয়ারকুড়া গ্রামের মৃত আহমাদ হোসেনের ছেলে। চাকরি জীবনে সেনাবাহিনীতে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন তিনি।

ইউএনও তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিউর রহমান দীর্ঘ দিন ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Share.
Leave A Reply

Exit mobile version