রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’- এ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় ফুলছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম (মেরী), উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।

দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদন সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেয় নির্বাচন অফিস।

Share.
Leave A Reply

Exit mobile version