তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: রক্ত মাংসে গড়া তাদের শরীর কিন্তু তবুও ভিন্নতা তাদের আচরণে। জীবন পদ্ধতি স্বাভাবিক মানুষের থেকে আলাদা করে রেখেছে তাদের । জীর্ণ শরীর নিয়ে শুয়ে থাকা এমন মানসিক ভারসাম্যহীন রোগী ও অসহায় ছিন্নমূল মানুষের দেখা মিলবে গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায়। বছর কিংবা যুগের পর যুগ ধরে এসব পাগল ও অসহায় মানুষেরা পড়ে আছে রাস্তায়। শীত গ্রীষ্ম ও বর্ষার প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে কষ্ট হলেও মুখ ফুটে বলতে পারে না কষ্টের কথা।
এসব অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসন নিয়ে কোন সংগঠন কাজ না করলেও এগিয়ে এসেছে শিক্ষার্থীদের সংগঠন গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন। রাস্তায় পড়ে থাকা ৩ শতাধিক মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের কাছে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করেছে সংগঠনটি ।
২রা মার্চ শনিবার সকালে গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সড়কে পড়ে থাকা শতাধিক মানসিক রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার প্যাকেট বিতরণ করে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের সদস্যরা।
এ বিষয়ে সংগঠনটির পরিচালক, মোঃ জিহাদ আকন্দ বলেন, আমাদের আশেপাশে এমন অনেক মানসিক ভারসাম্যহীন রোগী আছে যাদের দেখার কেউ নেই । পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষেরা রোদ বৃষ্টির মাঝেও সড়কে পড়ে থাকে । এসব দুর্দশার চিত্র দেখে তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে। এরপর তাদের মাঝে রান্না করা বিরিয়ানির প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানির বোতল সরবরাহ করি । আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত হয় , তাই ইচ্ছে থাকলেও অর্থ সংকটে বড় কাজ করতে পারি না । সমাজের দায়িত্বশীল মানুষেরা যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আরো অনেক কিছু করা সম্ভব।
উল্লেখ্য শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর থেকেই অসহায় ও দুঃস্থ মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে । সংগঠনটিতে বর্তমানে ২০ জন সদস্য রয়েছে যারা প্রত্যেকেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।