লিমন সরকার ঠাকুরগাঁঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল পীরগঞ্জের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে করেছেন। শুক্রবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে তিনি সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমির দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, যুব নেতা সোহরাব আলী, বেলাল হোসেন, প্রেসক্লাবের সাহিত্য, সাংস্কৃতি ও পত্রিকা বিষয়ক সম্পাদাক বাদল হোসেন, সাংবাদিক ফাইদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।