দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে মালালা ফান্ডে পরিচালিত “ইনফুইন্স স্কুলস এন্ড সাব-ন্যাশনাল এন্ড ন্যাশনাল ডিসিশন মেকারস টুওয়ার্ডস এ মোর জেন্ডার রিসপনসিভ, ক্লাইমেট রেজিলিএন্ট এন্ড ডিজিট্যালি ওরিয়েনটেন্ড সেকেন্ডারী এডুকেশন ইনভারমেন্ট ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগিতায় স্থানীয় পর্যায়ে শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে মাধ্যমিক শিক্ষায় জেন্ডার-সহনশীল ও জলবায়ু সহনীয় জাতীয় নীতিমালা সহায়ক কার্যক্রম বাস্তবায়নে সরকারকে সহযোগিতা প্রদানের মাধ্যমে মেয়েদের ক্ষমতায়নের পথ সুগম করা।

ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান এর সভাপতিত্বে এবং ছিন্নমূল মহিলা সমিতির সহকারী পরিচালক এবিএমমাছুদুন্নবী লিপনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক মোস্তাফিজুর রহমান। অলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, সরকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমান, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, সহকারি অধ্যাপক মজিবুল হক, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক রায়হান কবির, প্রধান শিক্ষক সাজু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সমাজসেবক গোলাম হোসেন কদ্দুস প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সিভিল সোসাইটির নেতৃবৃন্দ, এনজিও কর্মকর্তা, অভিভাবক, এসএমসি সদস্য, গণমাধ্যমের প্রতিনিধি, ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৫০ জন প্রতিনিধি আলোচনায় অংশগ্রহন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version