রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শপথ নিয়ে গাইবান্ধার ফুলছড়িতে সহিংসতা প্রতিরোধ ও সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুজনের ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি শামসুজ্জোহা বাবলু’র সভাপতিত্বে দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফি আলম, সিএসও সদস্য ওয়াজিফা মিতু, শুভ আকাশ প্রমুখ।

বক্তারা কোন প্রকার সহিংসতায় না জড়ানোর জন্য অঙ্গীকার করেন।

পরে শান্তি সম্প্রীতি রক্ষা কমিটি (পিএফজি) নামে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন।

Share.
Leave A Reply

Exit mobile version