রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:

নীলফামারী জলঢাকা উপজেলায় ৬৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০.০৫ মিনিট গোলমুন্ডা ইউনিয়নের কাকড়া চৌপথি বাজারের ২০০ গজ উত্তরে জলঢাকা টু ডালিয়াগামী পাকা রাস্তার উপর হতে ৬৬ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়।

আটককৃক্ত ব্যক্তি হলেন সীমান্তবর্তী হাতিবান্ধা দোলাপাড়া এলাকার মোঃ সাফিউল আলমের ছেলে মো: আরাফাত ইসলাম (২২)।

এ বিষয়ে উপজেলা থানা অফিসার ইনচার্জ মো: মুক্তারুল আলম জানান,জেলা পুলিশ সুপার গোলাম সবুর,পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়।

আটককৃত ফেনসিডিল এর অনুমান মূল্য ৯৯,০০০/= (নিরানব্বই) হাজার টাকা । উক্ত আসামির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২১ তারিখ ২৭/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) রুজু করা হয়। বর্তমানে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে।

Share.
Leave A Reply

Exit mobile version