মশিউর রহমানঃ
সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলার জন্য ১ শত ৪৬ পরিবারকে গাছের চারাসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।(২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ বিতরন করা হয়।এ সময় প্রতিটি কৃষাণ কৃষানীকে সবজি বীজ, জৈব সার, রাসায়নিক সার, বিভিন্ন ফলের চারা, নেট, ঝাঝড়ি, বীজ সংরক্ষন পাত্র ও সাইনবোর্ড বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া পারভীনসহ বিভিন্ন ব্লকের দায়ীত্বে থাকা উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।