দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার মনিরামপুর উপজেলার ৯৬ গ্রামের কনকানিল ফাউন্ডেশন পক্ষ থেকে শিক্ষায় বিশেষ অবদান ও কৃত্বি শিক্ষার্থী-২০২৩ এ যাঁরা জিপিএ ৫.০০ অর্জন করেছে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হয়।
আজ সোমবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ১৫ নং কুলটিয়া ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামে কনকানিল ফাউন্ডেশন-এর নিজস্ব কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
রাইচরণ-শরৎ চন্দ্র স্মৃতি কমপ্লেক্সের উপদেষ্টা অসিত বরণ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বপন কুমার সরকার, জেলা ও দায়রা জাজ,বিভাগীয় দ্রুত বিচার আদালত,সিলেট, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিয়াহাটী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজ অভয়নগরের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, ১৫ নং কুলটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখর চন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবৃন্দসহ অভিভাবক ও স্থানীয় সুধীজন।

উল্লেখিত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে:

পোড়াডাঙ্গা আর.সি মাধ্যমিক বিদ‍্যালয়-১.জ‍্যোতি মন্ডল, পিতা – অরবিন্দ মন্ডল, গ্রাম-পোড়াডাঙ্গা।
লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ‍্যালয়-২.তাহরিমা খাতুন,গ্রাম- বালিধাকুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ‍্যালয়-৩.ঐশি সরকার, পিতা -প্রভাত সরকার, গ্রাম – কুলটিয়া ৪.মিনতী রায়, পিতা- ভবেন রায়, গ্রাম- মহিষদিয়া
মশিয়াহাটী বহুমূখী উচ্চ বিদ‍্যালয়-৫.বন‍্যা মন্ডল, পিতা -রবিন মন্ডল, গ্রাম-সুজাতপুর।৬.রাহুল বিশ্বাস,পিতা- তপন কুমার বিশ্বাস,গ্রাম -সুজাতপুর।৭. সম্প্রীতি বিশ্বাস,পিতা – বিশ্বজিৎ বিশ্বাস গ্রাম- সুজাতপুর,মশিয়াহাটী,যশোর। মশিয়াহাটী ডিগ্রী কলেজ-৮.মুক্তি মন্ডল,পিতা- সনজিত মন্ডল,গ্রাম-সুজাতপুর।৯.সন্তু বিশ্বাস,পিতা- রনজিত বিশ্বাস,গ্রাম- সুজাতপুর।সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল অ‍্যান্ড কলেজ-১০.চৈতি সরকার,মাতা-অর্পনা সরকার,গ্রাম- সুন্দলী।১১. অরন‍্যা সরকার,পিতা-প্রদীপ কুমার সরকার, গ্রাম-দিগঙ্গা১২. নিলয় মন্ডল,পিতা- নীলকমল মন্ডল,গ্রাম- রামসরা আড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়-১৩. রচনা রায়, পিতা – বিজন রায়,গ্রাম-রাজাপুর১৪ ঐশ্বী মন্ডল,পিতা- সুভাষ মন্ডল, আড়পাড়া,দিগঙ্গা কুচলিয়া হরিদাসকাটি বহুমুখী উচ্চ বিদ‍্যালয় ১৫.দষ্টি ধর, পিতা-পরিতোষ ধর, গ্রাম- হরিদাসকাটি ১৬.জিৎ মন্ডল,পিতা-হরিচাঁদ মন্ডল,গ্রাম- হরিদাসকাটি, পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ‍্যালয়-১৭.স্নেহা রায়,পিতা-সুকুমার রায়,গ্রাম-পাঁচবাড়িয়া ১৮.সূচনা সরকার,পিতা-জয়দ্রত সরকার,গ্রাম-পাঁচকাটিয়া ১৯.বৃষ্টি রায়, পিতা-আনন্দ মোহনরায়, গ্রাম-পাঁচবাড়িয়া।
আন্ধা মাধ্যমিক বিদ‍্যালয়-২০. সৌদিয়া নূসরাত ইভা,পিতা-মোঃ হাদীউজ্জামান,গ্রাম-চলিশিয়া ২১.সাধনা রাণী রায়,পিতা- পরিতোষ কুমার রায়, আন্ধা,২২.হুমায়রা খাতুন, পিতা- কাবলু মোল‍্যা,চলিশিয়া, ২৩.প্রত‍্যাশা রায় পূজা,পিতা- প্রজিত কুমার রায়, গ্রাম-ডুমুরতলা,বাগডাঙ্গা দহাকুলা মাধ্যমিক বিদ‍্যালয়, ২৪.জান্নাতী ফেরদৌস, পিতা-মোঃ জিসান আহম্মদ রতন, গ্রাম-আড়শিংগাড়ী, ২৫.শান্ত দাস, পিতা- শ্রী দুলাল দাস, গ্রাম-দহাকুলা, ২৬.সৌভিক মল্লিক, পিতা-সুব্রত কুমার মল্লিক, গ্রাম-পোড়াডাঙ্গা ২৭.মোসাঃ আফ্রজা খাতুন, পিতা- জামাল হোসেন, গ্রাম-বাগডাঙ্গা,২৮.মোঃ রাজিব হোসেন,পিতা-মোঃ ফারুক হোসেন,গ্রাম- পোড়াডাঙ্গা,২৯.মাসরুফা সুলতানা ইতি,পিতা-মোঃ আঃ লতিফ গাজী,গ্রাম-পাড়িয়ালী,বাহাদুরপুর মাধ্যমিক বিদ‍্যালয়-৩০.তীর্থ মল্লিক,পিতা-বিকাশ মল্লিক,গ্রাম-বাহাদুরপুর,৩১.মারিয়া খাতুন,পিতা- মোঃ আব্দুর রহিম,গ্রাম-মাছনা৩২.জ‍্যোতি দাস,পিতা- অসীম দাস,গ্রাম-বাহাদুরপুর। প্রত্যককে ২ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version