রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

উন্নয়নের চাহিদা নিয়ে গাইবান্ধায় ডিসির আলোচনা

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি: গাইবান্ধা জেলার বিদ্যমান সমস্যা, সম্ভবনা, উন্নয়ন ও চাহিদা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সাংবাদিকদেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ থেকে দুপুর পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এসময় বক্তব্য রাখেন জেলার সাত উপজেলার সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ি ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আউয়ালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  সুশান্ত কুমার মাহাতো, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হাবীব, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানসহ অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

গাইবান্ধা জেলাকে এগিয়ে নিয়ে যেতে জেলার বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন বক্তারা।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version