বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান।

আসন্ন বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতীক হাতে পেয়েই প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থীরা।
২৩ শে ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুর ১২ টায় জামালপুর নির্বাচন কমিশন অফিসে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার প্রত্যেক প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে তাদের প্রতীক দেন। এর আগে প্রার্থীদের যাচাই-বাছাই শেষে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলের পদে ২৮জন, তিনটি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মোট ৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। প্রত্যেক প্রার্থী যাচাই-বাছাই শেষে ২৩ শে ফেব্রুয়ারি সবাই নিজ নিজ প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ মনু পাঞ্জাবি মার্কা প্রতীক পান। এতে ৬ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর মধ্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। আবাল বৃদ্ধাবনিতা ছোট শিশুরা তার প্রতীক হাতে শহরের বিভিন্ন রাস্তায় নির্বাচনের প্রচারণা এবং আনন্দ মিছিল করতে দেখা যায়। এলাকাবাসী থেকে জানা যায় গোলাম মোহাম্মদ মনু একজন সৎ যোগ্য এবং পরোপকারী ব্যক্তি। তারা সবাই দোয়া করেন যাতে তাদের যোগ্য প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত পদ পেয়ে এলাকাবাসীর সেবা করতে পারেন। প্রার্থী গোলাম মোহাম্মদ মনু বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে জনগণ যদি আমাকে ভোটে নির্বাচিত করে তবে আমি ধনী-গরীব সবার সাথে মিলিয়ে চলার চেষ্টা করব মা বোনদের কথা শুনবো এলাকার যে ছোট বড় কাজ পৌরসভার মাধ্যমে করা সম্ভব তা করার চেষ্টা করব।

Share.
Leave A Reply

Exit mobile version