লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে (১৯০)পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাসুদ আলী (২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন নাকটি ব্রিজ সংলগ্ন শ্মশানকালী মন্দিরের দক্ষিণ পাশে টাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় তাকে আটক করা হয়। মাসুদ আলী সৈয়দপুর ইউনিয়ন ভবানীপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সজল বসাক অভিযান চালিয়ে মাসুদ আলী হাতে নাতে নিষিদ্ধ মাদকদ্রব্য (১৯০) পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে।
তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে মাসুদ আলী একজন মাদকব্যবসায়ী বলে জানায় পুলিশ।