মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজরের কমলগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি)উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় কমলগঞ্জ পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী  পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে স্বপ্নজয় বাহারী পিঠা ঘর,বাংলার পিঠা ঘর, ফাগুনের আগুন ঝরা পিঠা ঘর, নবজোয়ার পিঠা ঘর,বন্ধু মহল পিঠা ঘর,পিঠার সাথে চায়ের স্বাদ,গ্রামের পিঠা ঘর,জান্নাত পিঠা ঘরসহ ২১টি স্টলে শতাধিক ধরনের গ্রামীণ পিঠা প্রদর্শন করা হয়।বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।র‍্যালি শেষে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এসময় অতিথিরা পিঠার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ। পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব সাজিদুর রহমান সাজু।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version