রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
চলমান এসএসসি পরীক্ষায় ইংরেজি ২য়পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অসদুপায় অবলম্বন করায় দুইজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সুমী আক্তার ও মাহফুজুল আলম নামের এই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার ( ভূমি)।
পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিস্কৃত দুইজনের একজন ডিমলা উচ্চ বিদ্যালয়ের এবং অপরজন ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা একজন মানবিক এবং অপরজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন মাহফুজুল আলম নামের পরীক্ষার্থীর নিকট মোবাইল ডিভাইস পাওয়া গিয়েছে যাহা পরীক্ষা কেন্দ্রে বহন ও রাখা অবৈধ। অপরজন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। এজন্য তাদেরকে এবছরের অবশিষ্ট পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।