দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রুহুল আমিন(গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স পোশাক কারখানার সামনে ১৭ ফেব্রুয়ারি(শনিবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার শ্রমিক অবস্থান নিয়ে আন্দোলন করেন বকেয়া বেতন ও
বাৎসরিক ছুটির টাকার দাবিতে।আন্দোলন চলাকালে শ্রমিকরা কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে আটকে রাখেন।

শ্রমিক রা জানান-কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জানুয়ারি মাসের মূল বেতনের ৪০ শতাংশ প্রদান করে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে বাকি ৬০ শতাংশ বেতনের দাবিতে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য স্টাফদের আটকে রাখেন। পরে মালিকপক্ষ ও পুলিশ আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন বন্ধ রাখে।

মাহমুদ জিন্স কারখানার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আরমান চৌধুরী জানান- গত বৃহস্পতিবার শ্রমিকদের মূল বেতনের ৪০ শতাংশ পরিশোধ করা হয়েছিল। বাকি ৬০ শতাংশ বেতন আগামী ২২ ফেব্রুয়ারি দেওয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার জানান- মাহমুদ জিন্স কারখানাটির শ্রমিকেরা বকেয়া বেতনের ও বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবিতে আন্দোলন করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের সমুদয় বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version