মনিরুজ্জামান খান গাইবান্ধা: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ চোর চক্রের মূল হোতা সিহাব (২২) কে গ্রেফতার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ।

(১৪ ফেব্রুয়ারী) বুধবার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে এস আই তাহসিনুর রহমান, এ এস আই মোঃ আনসোপ আলী সঙ্গীয় ফোর্স সহ সাদুল্লাপুর থানাধীন বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর এলাকায় দীর্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর দলের মূল হোতা সিহাব (২২) কে গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার করেন।

উল্লেখ্য, বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনের রেজাউল ইসলাম (৭০) বাড়িতে অনুপস্থিত থাকার কারণে গত ৩০ জানুয়ারী ২০২৪ খ্রিঃ দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা দরজা ভেঙ্গে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে( ৩১জনুয়ারী) রেজাউল ইসলাম সাদুল্লাপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।

এরই পরিপ্রেক্ষেতে (১৪ ফেব্রুয়ারী) বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সংঘবদ্ধ চোর দলের মূলহোতা শিহাব (২২) কে গ্রেফতার করলে।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা কালে তার স্বীকারোক্তি মোতাবেক চোরাই যাওয়া মালামাল হতে ১টি আইপিএস, ১টি ইন্টারনেট রাউটার, ১টি ইন্টারনেট অনু, ২টি ডিজিটাল ক্যামেরা, ৩টি মোবাইল ফোন, ১টি কেসিও ঘড়ি, ১টি টিভি সেটআপ বক্স, ১টি ইস্ত্রি মেশিন, ক্যাবল তার , ১টি চাকু, ২টি ব্যাগ উদ্ধার করেন।

এবিষয়ে, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version