রুহুল আমিন(গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল মির্জাপুর ও পাইনশাইলে ১৪ই ফেব্রুয়ারি (বুধবার) দুপুর এ ১১টি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।অভিযান পরিচালনা সময় ইট ভাটার মালিকদের ২৭ লাখ টাকা জরিমানা করা হয়।

গাজীপুর এর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় সোহাগ বাপ্পি ব্রিকসকে ৫ লাখ,তুরাগ ব্রিকসকে ৫ লাখ,আঁখি ব্রিকসকে ৫ লাখ,ন্যাশনাল ব্রিকসকে ৫ লাখ,আলম ব্রিকসকে ১ লাখ,ভাই ভাই ব্রিকস(১) কে ১ লাখ টাকা,ভাই ভাই ব্রিকস(২) কে ১ লাখ,ট্রিপল সেভেন ব্রিকসকে ১ লাখ,মদিনা ব্রিকসকে ১ লাখ,উম্মে হাবিবা ব্রিকসকে ১ লাখ,একতা ব্রিকসকে ১ লাখ করে মোট ২৭ লাখ টাকা জরিমানা করে অর্থ আদায় করা হয়। এবং ইট ভাটা গুলো বন্ধের নির্দেশ প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক নয়ন মিয়া,সহকারী পরিচালক মইনুল হক,সহকারী পরিচালক মমিন ভুইয়া ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

Share.
Leave A Reply

Exit mobile version