দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন পৌরসভা নির্বাচন কে ঘিরে শেষ পর্যায়ে প্রার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাচন অফিসের বরাত দিয়ে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রবিবার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌরমেয়র পদসহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বকশীগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, ইসমাইল হোসেন বাবুল তালুকদার, ফখরুজ্জামান মতিন ও আনোয়ার হোসেন বাহাদুর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়াও সাধারন আসনের কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের ৭জন সহ মোট ৩০ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। গত ১২ই ফেব্রুয়ারি (সোমবার) বকশীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচন অফিসে ইসমাইল হোসেন বাবুল তালুকদার ও ফখরুজ্জামান মতিন মনোনয়নপত্র জমা দেন। ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) যথারীতি ভাবে দুপুর ১২ টায় আনোয়ার হোসেন বাহাদুর ও দুপুর ২ টায় আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর সহ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের সকল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন অফিসের তথ্যমতে, মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮জন, ৩টি সংরক্ষিত মহিলা আসনে ১১ জন মোট ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ১৫ই ফেব্রুয়ারি জামালপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থিতা বাছাই পর্ব সম্পন্ন হবে। ১৬ থেকে ১৮ই ফেব্রুয়ারিতে প্রার্থিতার যাচাই-বাছাইয়ের ত্রুটি হলে আপিল শুনানি এবং ১৯ থেকে ২০ শে ফেব্রুয়ারিতে আপিল কার্জ নিষ্পত্তি ও ২০ শে ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ শে ফেব্রুয়ারি প্রতিক বরাদ্দ সম্পন্ন হবে। এবার বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনী কেন্দ্র ১৩ টি ও পৌর এলাকার মোট ভোটার ৩৫ হাজার ৫১৮ জন তাদের নিজ নিজ ভোটাধিকার ইভিএম এর মাধ্যমে প্রয়োগ করতে পারবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version