দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নীলফামারী প্রতিনিধি:

বইনিয়ে বারান্দায় দারিয়ে আছে শিক্ষার্থীরা সঠিক সময়ে খোলেনি বিদ্যালয়ের তালা,তোলা হয়নি জাতীয় পতাকা।নীলফামারীর ডোমার উপজেলার উত্তর পাংগা আলের দিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিয়ত এলাকাবাসী এমন চিত্র দেখতে পায়।

সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪) সরজমিনে দেখতে গেলে দেখা যায় বই নিয়ে বিদ্যালয়ের সামনে দারিয়ে আছে শিক্ষার্থীরা খোলেনি বিদ্যালয়ের তালা,উঠেনি জাতীয় পতাকা। সকাল সাড়ে নয়টায় আসতে দেখা যায় প্রধান শিক্ষক আফরুজুল আলম কে যেখানে প্রাথমিক বিদ্যালয়ে সময়সূচি অনুযায়ী বিদ্যালয়ের পতাকা উত্তলন হওয়ার কথা সকাল ৯টায় সেখানে বিদ্যালয় খুলতে দেখা যায় ৯টায় ৩০ মিনিটে।

এর পরে একে একে ৯টায় ৪৫ মিনিটে আসতে শুরু করেন সহকারী শিক্ষক আব্দুল ওয়ারেজ,আবু সাঈদ,লিমা রায়। সর্বশেষ সকাল ১০ টায় ২৮ মিনিটে সহকারী শিক্ষক বেবী কুসুম বিদ্যালয়ে আসেন। এ বিষয়ে জানতে চাইলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের জানায় এটি আমার নিয়ম বহির্ভূত হয়েছে আপনাদের যেটা করণীয় সেটা করেন আমার যা বলার আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলবো।স্থানীয় সুশীল সমাজ জানায়,প্রাইমারি শিক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অভিভাবকরা শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহ যথাযথ মনিটরিং এর আওতায় বিদ্যালয় গুলোকে নিয়ে আসলে এর সমাধান সম্ভব।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সামাদ বলেন আমি বাসে রয়েছি আপনাদের সঙ্গে পরে কথা বলব।জানতে চাইলে ডোমার উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ওনারা যেটা করেছে সেটা চাকুরী বিধির পরিপন্থী শাস্তিযোগ্য অপরাধ, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা গ্রহণ করব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version