ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ক্যাম্পাসের দোকানী, আনসার এবং ভ্যানচালকসহ দুইশতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় এবং সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বিসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী।
শীতবস্ত্র বিতরণকালে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এ শীতবস্ত্র কার্যক্রমের আয়োজন করেছি। ক্যাম্পাসের অভ্যন্তরে এবং আশেপাশের অসহায় শীতার্তদের মাঝে টোকেনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেছি। এতে সামান্য পরিমান হলেও তাদের কষ্ট লাঘব হবে। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’