দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জোবায়ের হোসেন ,ফেনী প্রতিনিধি:

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ।সোমবার দিবাগত রাত ২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ পিলার পূর্ব ছাগলনাইয়া সীমান্তে এই ঘটনা ঘটে।স্থানীয়দের সূত্রে জানা যায়,সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের ৯৯ পিলারের কাছে তারকাটা দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিল শতাধিক শ্রমিক। এসময় বিএসএফ তাঁদের ধাওয়া করে। অনেকে পালিয়ে আসতে পারলেও মো. মহসিন, এমরান হোসেন, মো. রুবেল হোসেন, মো. নুর করিমসহ ২৩জন শ্রমিক বিএসএফের হাতে ধরা পড়ে।

ভারতীয় সূত্র জানায়, দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবাজার থানাধীন শ্রীনগর পুলিশ ফাঁড়ি এলাকার সমরগঞ্জ এলাকা থেকে ২৩ বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে৷ ভারতের ওই অংশ বাংলাদেশের অংশে ফেনীর ছাগলনাইয়া।

 

ফেনীস্থ-৪ বিজিবি ফেনীর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে জানান। সত্যতা পেলে বিধিমোতাবেক আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি। তিনি বলেন, ভুক্তভোগী অথবা ধরে নিয়ে যাওয়াদের স্বজনদের কেউ এখনও লিখিত অভিযোগ করেননি।

এদিকে বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া বিজিবি ক্যাম্পে তাঁদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিয়েছেন স্বজনরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version