গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা গাদলু রবিদাস ওরফে (বাবলু) রবিদাস নামে একটি মামলায় দেড় বছর সাজা প্রদান করে বিজ্ঞ আদালত। এসময় আত্নসমর্পণ না করে ৫ বছর ধরে পলাতক ছিলেন। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।শনিবার (৩ ফেব্রুয়ারি) জেলা কুড়িগ্রাম উলিপুর এলাকা থেকে তাকের গ্রেফতার করা হয়। গাদলু রবিদাস সুন্দরগঞ্জ উপজেলার মাদারীপাড়া গ্রামের ফুলচান রবিদাসের ছেলে বলে মামলা সূত্রে জানা গেছে ।এ তথ্য নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),এসময় আত্নসমর্পণ না করে ৫ বছর যাবৎ পলাতক ছিলেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রেখে গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরান ও এএসআই মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এরপর উলিপুর এলাকা থেকে গাদলু রবিদাসকে গ্রেফতার করা হয়।