দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কে. এম. সাখাওয়াত হোসেন: ‘মানুষের কল্যাণে জলাভূমি’ এই শ্লোগানে বিশ্ব জলাভূমি দিবস’২০২৪ উপলক্ষ্যে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পৌরশহরে পৌর ভবনের সামনের সড়কে বারসিক ও শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

এ কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে নেত্রকোণার জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ।

নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবেশ ও বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি মো. নাজমুল কবির সরকারের সভাপতিত্বে এ মানবন্ধনে বক্তব্য রাখেন, জৈষ্ঠ্য সাংবাদিক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, ব্যবসায়ী সোহরাব উদ্দিন আকন্দ, বারসিকের জেলা সমন্বয়কারী অহিদুর রহমান, যুবক অন্তরসহ আরো অনেকে।

এতে বক্তারা বলেন, নেত্রকোণা শহর একসময় ৫৩টি পুকুরের শহর ছিল। বর্তমানে ১১টি পুকুর জীবিত আছে। প্রতি বছরই নতুন করে ভরাট হচ্ছে পুকুর। একটি শহরকে শীতল রাখার জন্য জলাধার ও পুকুরের প্রয়োজন রয়েছে। একটি পুকুর বছরে লাখ লাখ টাকার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে। শহরে আগুন লাগলে আমরা পুকুর থেকেই পানি সংগ্রহ করি এবং মানুষ গোসল করে, কাপড় কাচে, পানি সংগ্রহ ও সাঁতার কাটে। পুকুরের স্বল্পতায় মানুষ ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলে দিন দিন পানির স্তর আরও নীচে নেমে যাচ্ছে। পাশাপাশি শহরের মাঝদিয়ে প্রবাহিত হয়েছে মগড়া নদী। নদীটি ভরাট, দখল দূষণের ফলে বর্তমানে মৃত বলা চলে। এ নদী রক্ষায় প্রশাসনের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণে দাবি জানান বক্তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version