মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের ক্ষেতলালে র্যাবের অভিযানে ৩শত দুই’ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম (৩২), নামে এক যুবককে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে ক্ষেতলাল থানাধীন মাঝিয়াস্থল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরিফুল ইসলাম উপজেলা মাঝিয়াস্থল এলাকার মো:
আনিছুর ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল গতকাল দিবাগত রাতে ক্ষেতলাল উপজেলা মাঝিয়াস্থল এলাকা থেকে ৩০২ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ অভিযুক্ত মাদক কারবারিকে আটক করে।
পরে তার বিরুদ্ধে ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার (১ফেব্রুয়ারি) সকাল১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।