দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের অবস্থা খুবই নাজুক।আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২.৩০ মিনিটে সরেজমিনে দেখা যায় বহিঃবিভার্গে রোগীরা টিকিট হাতে নিয়ে ঘুরাঘুরি করছে। কাউন্টার থেকে টিকিট দিয়ে তাদের যে দুই কক্ষের চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে সেখানে চিকিৎসক নেই। একদমই ফাঁকা পড়ে আছে কক্ষটি।জানা যায়,নেত্রকোনা থেকে জেলা সিভিল সার্জনের প্রতিনিধি এসেছেন তাই চিকিৎসক চলে গেছেন সেখানে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন রোগীর চেয়ে স্যারের গুরুত্ব বেশী যে কারণে রোগীকে নয় স্যারকে সময় দেয়ার জন্য সব ডাক্তার চলে গেছেন।চিকিৎসা নিতে আসা নুসরাত নামে এক রোগীর মা জানান, পার্শ্ববর্তী উপজেলা কলমাকান্দার লেঙ্গুর এলাকা থেকে তার মেয়েকে ডাক্তার দেখাতে এসেছেন টিকিট সংগ্রহ করে তিনি ১০৩ নাম্বার কক্ষে চিকিৎসা নিতে এসে অপেক্ষা করলেও ডাক্তারের দেখা পাচ্ছেন না। একই ঘটনা ১০৪ নাম্বারে কক্ষেও। সেখানে চিকিৎসা নিতে এসেছেন আলম মিয়া। তাকে কাউন্টার থেকে ১০৪ নম্বর কক্ষের টিকিট দেওয়া হলেও সেখানে এসে কাউকেই পাননি তিনি। আলম মিয়া বলেন,সকালে এসেছি আমি কিন্তু ডাক্তার পাইনি।এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, আজকে আমাদের একটি ওয়ার্কসপ ছিলো যে কারণে ৪জন চিকিৎসক ওখানে অংশ গ্রহণ করেছেন। আর জেলা সিভিল সার্জন স্যারের প্রতিনিধি এসেছেন সেখানে একজনকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version