দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলাচলকারী ভ্যানচালকদের নিবন্ধন,আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বুধবার (২৪জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এ কার্যক্রমের আয়োজন করা হয় । এ সময় ৫০জন ভ্যানচালককে নিবন্ধন, আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করা হয়।এ অনুষ্ঠানে সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড.আমজাদ হোসেনের সঞ্চলনায় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মামুনুর রহমান।

আরও উপস্থিত ছিলেন টিএসসিসি’র পরিচালক বাকী বিল্লাহ বিকুল, সহকারী প্রক্টর ড. আরিফুল ইসলাম, মিঠুন বৈরাগী এবং ইয়ামিন মাসুম।শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আনোয়ার হোসেন বলেন, ‘ক্যাম্পাসের অপরিহার্য অংশ হচ্ছে এই ভ্যানচালকরা। আজকের এই আইডি কার্ড এবং ইউনিফর্ম প্রদানের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা যাবে। এর ফলে ক্যাম্পাসের অনাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো যাবে । প্রক্টোরিয়াল বডি একটা প্রশংসনীয় কাজ করেছে’।উল্লেখ্য এ বিষয়টি নিয়ে ভ্যানচালক শুকুর আলী বলেন, প্রশাসন আমাদের অনেক উপকার করলেন। আমরা যারা ক্যাম্পাসে ভ্যান চালাই তাদের জন্য নিরাপদ হলো। এতে বাইরের কোনো ভ্যানচালক আমাদের সমস্যা করতে পারবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version