মনিরুজ্জামান খান গাইবান্ধা:

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গাইবান্ধা জেলা মানুষের জনজীবন। ঘন কুয়াশা, হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডার কারণে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলো একদিন পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার বিদ্যালয় ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর-রশিদ,তিনি আরও বলেন, এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে ও লেভেল ও প্রথম দ্বিতীয় শ্রেনীর শিশুরা, তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে বলে জানান ।গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । সোমবার (২২ জানুয়ারি) রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।প্রতিদিনই গাইবান্ধার তাপমাত্রা কমে আসছে। বছরের  চলতি মাসে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনের পর দিন নিচের দিকে নেমে আসছে।এদিকে তীব্র শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে মানুষ। হিমেল হাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। তবে সব থেকে বেশি সমস্যায় রয়েছে সুন্দরগঞ্জ,সাঘাটা,ফুলছড়ি, উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদীবেষ্টিত চরাঞ্চলের শিক্ষার্থীরা।

Share.
Leave A Reply

Exit mobile version