ডা.এম.এ.মান্নান
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ সড়ক মনিটরিং করেছে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, এ সময় তিনি বলেন, যানজট সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে নাগরপুর সদর বাজার ব্যবসায়ী, সিএনজি ও ইজি বাইক শ্রমিক সমিতি’র সাথে মতবিনিময় শেষে এই বাজার মনিটরিং করা হয়। যত্রতত্র সড়কে বিভিন্ন স্থাপনা নির্মাণ ও মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি যেনো না করা হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ হকারদের সড়কে দোকান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে যত্রতত্র অবৈধ পার্কিং রোধেও গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নাগরপুর বাজার বণিক সমিতি’র আহ্বায়ক হাবিবুর রহমান লিটন সহ অন্যান্য ব্যক্তিবর্গ।