তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় রোকেয়া বেগম ওরফে রুমি (৩৫) নামে তিন শিশুসন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভাস্থ দক্ষিণ মাগুরা এলাকায় এ ঘটনা ঘটে। রুমি ওই এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মিদুল হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই মো. আলাউদ্দিন। তিনি রুমির পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে শনিবার দিবাগত রাতের কোনো একসময় বাসায় পরিবারের লোকজনের অড়ালে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে রুমি আত্মহত্যা করেন।
এসআই আলাউদ্দিন আরও জানান, ওইদিন রাতেই লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার আগে কিছু বলা যাবে না।