অনুপম পাল
বাঁশখালী প্রতিনিধি:

বাঁশখালী পুকুরিয়া বৈঁলগাও চা বাগানে অবহেলিত সনাতনীদের মধ্যে গীতার প্রচার প্রসার ও ধারণ করার প্রয়াসে বৈঁলগাও চা বাগানস্থ শ্রী অদ্বৈতানন্দ যোগাশ্রম প্রাঙ্গণে বাগীশিক উপজেলা সংসদের সম্মানিত উপদেষ্টা শ্রী মিহির চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে ও বাগীশিক পুকুরিয়া ইউনিয়ন সংসদের সম্মানিত নির্বাহী সদস্য শ্রী উৎপল কান্তি দে মহোদয়ের সঞ্চালনায় শুভ উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়।

এতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক হিসেবে উপস্থিত ছিলেন অত্র আশ্রমের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রী শ্রীমৎ স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, প্রধান অতিথি হিসেবে ছিলেন বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের সম্মানিত সভাপতি শিক্ষক শ্রী সাগর সুশীল মহোদয়, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শ্রী লক্ষ্মণ কান্তি দাশ(প্রভাষক) মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক দাশ মহোদয়,এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাহী সদস্য শ্রী রোজন দাশ, বাগীশিক পুকুরিয়া সংসদের সাধারণ সম্পাদক শ্রী রনি দাশ মহোদয়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এতে অতিথিবৃন্দরা বলেন গীতা মানব মুক্তির আধার, গীতা মননে ধারণে আমাদের আত্মিক জ্ঞানের উপলব্ধি হয়, তাই জীবনের চলা পথে গীতার আদর্শ যাতে পাথেয় হয় সেভাবে গীতা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

পরে বাগীশিক বাঁশখালী উপজেলা সংসদের পক্ষ হতে ৫০ জন বিদ্যার্থীদের মাঝে ৫০টি গীতা ৫০টি স্ট্যান্ড বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version