মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধি:
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের।
বরগুনার কাকচিড়ায় শীতের তীব্রতা বেড়েছে। এ শীতে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এলাকার দুস্থ ও অসহায় ২০ টি পরিবারের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর কাকচিড়া শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলাউদ্দিন পল্টু।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড কাকচিড়া শাখার ম্যানেজার সুশান্ত কুন্ডু সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতাবেক মিয়া নজির, মোঃ সেলিম রেজা সহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এজেন্টের পক্ষে মোঃ লিটন পহলান বিভিন্ন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।