দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষগুলো। অসহায় শীতার্ত এই মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে বাড়ি বাড়ি ছুটছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম ।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী উপস্থিত ছিলেন।
কম্বল পাওয়া একাধিক শীতার্ত মানুষ জানান, প্রচন্ড শীতে যখন আমরা অনেকটা অসহায় তখন কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও স্যার এতে আমাদের কিছুটা হলেও উপকার হবে।আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল পৌঁছে দিতে পেরেছি এটাই আমার সার্থকতা।