আরিফুর রহমান , ঝালকাঠি।।
ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৪ জানুয়ারি ) দিনগত রাত ১২ টার দিকে শহরের বিআইপির সামনে থেকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুরাতন একটি মামলা রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।