মাহমুদুর রহমান রনি ( বরগুনা) :- 

বরগুনার পাথরঘাটার বিষখালী নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া হরিণটিকে আজ শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে হরিণঘাটা বনে অবমুক্ত করেছে বন বিভাগ ।

গত মঙ্গলবার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় হরিণটিকে উদ্ধার করে নদীতে টহলরত কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড পাথরঘাটা বন বিভাগের কাছে হরিণটিকে হস্তান্তর করলে পিছনের বাম পায়ে আঘাত দেখা যায় । পরে আহত হরিণটিকে পাথরঘাটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়ে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ তিন দিন পরে হরিণটি সম্পূর্ণ সুস্থ হলে আজ  বনে অবমুক্ত করা হয়।

পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিষখালী নদী থেকে হরিণটি উদ্ধার হওয়ার পর দীর্ঘ ৩ দিন চিকিৎসা দেওয়া হয়েছে। হরিণটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version