নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার কলমাকান্দায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তারা বানু (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলমাকান্দা-নেত্রকোনা মহাসড়কে পাচুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারা বানু কলমাকান্দা সদর ইউনিয়ন পাচুড়া গ্রামের মৃত সুলেসান আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা বাজার থেকে সিএনজিটি কলমাকান্দার দিকে যাচ্ছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হন বৃদ্ধা। স্থানীয়রা তারা বানুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসক সুমন পাল বৃদ্ধাকে মৃত ঘোষনা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।