রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধা জেলায় রয়েছে ৫ টি সংসদীয় আসন। ৫ টি সংসদীয় আসনের মধ্যে ৩ টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর ২ টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে আসন সমঝোতায় আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ ও গাইবান্ধা-২ আসন। এ দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী (আওয়ামীলীগ) জয়ী হয়েছে। অন্যদিকে গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪ ও গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন।
বিকাল চারটার পর থেকে জেলা রিটার্নিং অফিসারের দপ্তরে ফলাফল আসতে থাকে। বেসরকারী ফলাফলে দেখা যায়, গাইবান্ধা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লা নাহিদ নীগার, গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ সরোয়ার কবীর, নৌকার মাঝি হিসেবে গাইবান্ধা-৩ আসনে উম্মে কুলসুম স্মৃতি, গাইবান্ধা-৪ আসনে আবুল কালাম আজাদ ও গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গাইবান্ধা-১ড় আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১১৪টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ঢেঁকি প্রতীকে আব্দুল্লা নাহিদ নীগার পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট।
গাইবান্ধা-২ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৪০ টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে শাহ্ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ১৯০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ১৩৪ টি ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি পেয়েছেন ৫৭ হাজার ১১৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুল হক সরকার ঈগল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ১৩৯ ভোট কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ২ লাখ ১ হাজার ১৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) মনোয়ার হোসেন চৌধুরী ট্রাক প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট।
গাইবান্ধা-৫ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ১৪৫ টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ) ফারজানা রাব্বী বুবলী ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।