দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা -১ (কলমাকান্দা -দুর্গাপুর ) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোশতাক আহমেদ রুহী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

রবিবার রাতে দুর্গাপুর উপজেলা সহকারী রিটানিং অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স ও কলমাকান্দা উপজেলা সহকারী রিটানিং অফিসার আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল শিট থেকে এ তথ্য জানা যায়৷

জানা গেছে,দুর্গাপুর উপজেলার ৬১ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৬৯ হাজার ৯৬ ভোট ও ঈগল পেয়েছে ১৯ হাজার ৩৭২১ ভোট। অপরদিকে কলমাকান্দা উপজেলার ৬৩ টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছেন ৮৯ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ৫ হাজার ৮৪৭ ভোট।

এ ছাড়াও এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে গোলাম রব্বানী পেয়েছেন ২ হাজার ৪০৮ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী আহমেদ শফী ছড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৫৭৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী আফতাব উদ্দিন ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬১ ভোট।

দুই উপজেলার ১২৪ কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ১৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ২৫ হাজার ২১৯ ভোট। ১ লক্ষ ৩৩ হাজার ৮০০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহী৷

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version