দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তানভীর আহমেদ:: সুনামগঞ্জ::
সুনামগঞ্জ জেলার ৫টি আসনের মধ্যে ৪টিতেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। শুধুমাত্র সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেনগুপ্তা নির্বাচিত হয়েছে।

সুনামগঞ্জ—১ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৮ টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রনজিত সরকার। প্রাপ্ত ভোট ১ লক্ষ ৯ হাজার ৯৮। নিকটতম প্রতিদ্বন্দ্বি মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। প্রাপ্ত ভোট ৪৬ হাজার ৭৮০।

সুনামগঞ্জ—২ আসনে মোট ভোট কেন্দ্র ১১১টি। বেসরকারি ফলাফলে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা। প্রাপ্ত ভোট ৮০ হাজার ১৩৯। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)। প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৯৯৪।

সুনামগঞ্জ—৩ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৫টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। প্রাপ্ত ভোট ১ লাখ ২৬ হাজার ৯৯৫। নিকটতম প্রতিদ্বন্দ্বি তৃণমূল বিএনপির মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। প্রাপ্ত ভোট ৪ হাজার।

সুনামগঞ্জ—৪ আসনে মোট ভোট কেন্দ্র ১১২টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ সাদিক। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৫৯০। নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। প্রাপ্ত ভোট ৩১ হাজার ৭২১।

সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোট কেন্দ্র ১৬৪টি। বেসরকারি ফলাফলে এগিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক। প্রাপ্ত ভোট ৪১ হাজার ১৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী। প্রাপ্ত ভোট ২৯ হাজার ১৫৭।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version