সিলেট-৪ আসনে বিপুল ভোটের ব্যাবধানে ৭ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হতে চলছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এখন পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ও পূর্ব জাফলং ইউনিয়নের পূর্ণাঙ্গ ফলাফল এসে পৌঁছেছে।
সিলেট-৪ আসনে ১৬৯টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রে নৌকার প্রার্থী ইমরান আহমদ পেয়েছেন ৫৮৭৮৭ ভোট, তৃণমূল বিএনপি প্রার্থী মো. আবুল হোসেন (সোনালী আশ) পেয়েছেন ১২২৯, ইসলামী ঐক্যজোট প্রার্থী মো. নিজাম উদ্দিন (মিনার) পেয়েছেন ১২২৬ ভোট।
কেন্দ্রেগুলো হল- নন্দিরগাওঁ ইউনিয়নে বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইমরান আহমদ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৯৭৮। মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২৮০। আঙ্গারজুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৮২। দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ১৮৮৪।কচুয়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৬২।নন্দিরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৮৪।জলুরমুখ আবাদি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৩১।
অপর দিকে পূর্ব জাফলং ইউনিয়নের আমির মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৬৯। মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭১০। বল্লাপুঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮৮৯। নলজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৯০।হামিদ আলী বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০৮০। চৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৩৬। সানকি ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১৪৯ ভোট এবং আসামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৭০ ভোট।