নওগাঁর ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে আজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ একটি অভিযোগ দায়ের করেন অপহৃত ছাত্রীর পিতা। আদালতে বাদীর জবানবন্দি গ্রহন করে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহন করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, অপহরণের শিকার শিশুটি জেলার সাপাহার উপজেলার জামালপুর হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। উক্ত ছাত্রী নানীর বাড়ি থেকে পড়াশুনা করতো। ২০২৩ সালের ০৮ ডিসেম্বর সাপাহার থানাধীন জামালপুর ফকিরপাড়া গ্রামের জনৈক জাহানারার বাড়ির সামনে থেকে ফুসলিয়ে সিএনজি যোগে ৫ জন আসামী পরস্পর যোগসাজসে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। আজ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি এজাহারে হিসেবে গ্রহন করে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।