শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাজসাজ রব শহরজুড়ে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সভাস্থল ঘুরে দেখেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। শুক্রবার সেই সেতু সড়ক পথে পাড়ি দিয়ে বরিশালে আসবেন বঙ্গবন্ধু কন্যা। দেড় বছর আগে পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথম সশরীরে বরিশালে হাজির হবেন তিনি। ১৫ বছরে পদ্মা সেতু ছাড়া পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু হয়েছে এ অঞ্চলে। এসব ছাড়াও ছোটবড় অসংখ্য অবকাঠামো নির্মিত হওয়ায় জীবনমান উন্নত হয়েছে বরিশালবাসীর। কিন্তু গ্যাসসহ আরও কিছু দাবি দাওয়া তুলে ধরা হবে নেত্রীর কাছে।

 

Share.
Leave A Reply

Exit mobile version