মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ফলাফল দেখা গেছে, যশোর বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে দুজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন
এবং পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version