আমিনুল হক, সুনামগঞ্জ

নির্বাচন কমিশনার আনিছুর বলেছেন সারাদেশে নির্বাচনের পরিবেশ ভালো। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সুনামগঞ্জে প্রার্থীদের সাথে মতবিনিময় করেছি। তাদের একে অপরের সাথে সম্পর্ক ভালো রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে অনেক দলেই নির্বাচনে অংশ গ্রহন করেছে। তিনি আরো বলেন ভোট কেন্দ্রে আসতে বাধা প্রধান করা অপরাধ, এর শাস্তি রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন কমিশন দৃশ্যমান কাজ করছে। প্রশাসনিক কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। নির্বাচন কমিশন কোন অনৈতিক কাজ করেনি গাইবান্ধা নির্বাচন তার প্রমান। বিদেশী পর্যবেক্ষকদের প্রশ্নে তিনি বলেন বিদেশীদেও কোন চাপ নেই। আমাদের চাপে আমরা আছি। কোন কেন্দ্রে অপ্রিতিকর ঘটনা ঘটলে ভোট কেন্দ্র বন্ধ হবে। আমরা প্রার্থীদের সাথে মতবিনময় করেছি। তারা বলেছেন আমাদের সাহস, শক্তি আছ বলেই আমরা প্রার্থী হয়েছি। প্রার্থীদের মাঠ ছাড়লে হবেনা। ২৯ ডিসেম্বর থেকে স্বস্¯্র বাহিনী মাঠে থাকবে। সুনামগঞ্জ-১ আসনের প্রার্থীর প্রশ্নোউত্তরে তিনি বলেন পুলিম প্রধানের ভাই বলে তিনি কোন সুযোগ পাবেন না। তার সক্ষমতা নিয়েই নির্বাচন করতে হবে। বিদেশী পর্যবেক্ষকরা আসবে লিস্ট পাঠিয়েছে। বিভিন্ন দূতাবাসও পর্যবেক্ষক দিবে। গণমাধ্যমের প্রশ্নোত্তরে তিনি বলেন গণামাধ্যম আমাদের চোখ, জাতির দর্পন আপনারা যান পাঠান তা আমরা পাই। সত্যতা যাচাই করেই আমরা ভুমিকা নেই। প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নির্বাচনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বক্তব্য রাখেন। সভায় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী, ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version