রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পৌষের প্রথম দিনেই মৃদু শৈত্য প্রবাহে কাঁপছে সিলেটের গ্রামাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায়। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে।অন্যদিকে উত্তরাঞ্চল জেলা পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার তেঁতুলিয়া উপজেলায় এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে চরম রকমের ভোগান্তি। বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। আবহাওয়ার পূর্বাভাসের তথ্য মতে বলা হয়েছে, সিলেটে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

Exit mobile version