রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। –
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর পক্ষ থেকে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে রেলি, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা রংপুর টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়।
সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা নাসরিন নাজ এর সভাপতিত্বে সকল আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক সাদা মনের মানুষ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, সাধারন সম্পাদক লেখক সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন,সহসভাপতি কবি এটিএম মোর্শেদ, সাংবাদিক শাহ আলম, কবি হেলেন আরা সিডনি, কবি শ্রাবণ বাঙালি, কবি হাসনাইন রাব্বি, কবি সেলিনা সাত্তার, নাট্যকার উপস্থাপক আমজাদ হোসেন সরকার, কবি আবৃত্তি শিল্পী আহসান হাবীব মানিক প্রমুখ।