রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ করেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিফুজ্জামান বসুনীয়া। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

সকাল সাড়ে ৮টায় উপজেলা হেলিপ্যাড মাঠে ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজের উদ্বোধন করেন। কুচকাওয়াজে বাংলাদেশ পুলিশ, আনসার, স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। পরে একই মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিফুজ্জামান বসুনীয়া, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু সহ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Share.
Leave A Reply

Exit mobile version